Monday, October 27, 2025

রুক্মিণীকে নিয়ে যা বললেন চিরঞ্জিৎ চক্রবর্তী

আরও পড়ুন

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় যখন গোটা রাজ্য উদ্বেগে, তখন নিজের নতুন ছবির টিজার প্রকাশ স্থগিত রেখে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন রুক্মিণী মৈত্র। সেই সংবেদনশীল সিদ্ধান্তের পর অবশেষে প্রকাশ্যে এসেছে তার নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-এর প্রথম ঝলক। বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন গল্পে এবার রুক্মিণীর বাবার চরিত্রে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে। আর তিনিই এবার প্রকাশ্যে জানালেন রুক্মিণীর অভিনয় নিয়ে তার অকপট মতামত।

আরও পড়ুনঃ  জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাবাকে ওষুধ খাওয়ানোর জন্য শাসন করা থেকে শুরু করে সমস্ত দায়িত্ব পালন। নিত্যদিনের ঝগড়া-অশান্তিও লেগেই রয়েছে তাদের মধ্যে। দুই বিপরীত মেরুর দুজন মানুষের মান-অভিমানের মুহূর্ত ফুটে উঠবে এই চলচ্চিত্রটিতে ।

অভিনয় করতে গিয়ে রুক্মিণীকে কেমন দেখলেন? এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে চিরঞ্জিৎ বলেন, ‘নিন্দুকেরা নাকি ওর অভিনয় নিয়ে সমালোচনা করেন? আমি তো দেখলাম খুব ভালো অভিনয় করে। দাপটের সঙ্গে প্রতিটি দৃশ্য ফুটিয়ে তুলেছে। ছবি দেখে আপনারাও বলবেন।’

আরও পড়ুনঃ  CA urges IFAD to create social business fund for young agri-entrepreneurs in Bangladesh

প্রেমের সম্পর্কের বাইরেও দুজন মানুষের আত্মিক টান, দায়িত্ববোধ ও পারস্পরিক শ্রদ্ধা থাকে—সেই ভালোবাসার গল্প বলবে আসন্ন এই সিনেমা। পরিচালক অর্ণব মিদ্যার এই ছবির পোস্টার যখন প্রথম প্রকাশ্যে এসেছিল তখন অনেকেই মনে করেছিলেন এটা মা-ছেলের জীবনের গল্প।

তবে এই গল্পে বাবা-মেয়ের চিরন্তন ভালোবাসার মুহূর্ত ফুটিয়ে তুলতে চেয়েছেন অর্ণব। তার মতে, চিরঞ্জিৎ ও রুক্মিণী ছাড়া এমন অভিনয় ক্ষমতা ফুটিয়ে তুলতে পারতেন না আর কেউই।

আরও পড়ুনঃ  আগামী নির্বাচনে দুর্নীতিবাজদের মনোনয়ন না দেওয়ার অনুরোধ দুদক চেয়ারম্যানের

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ